ঢাকাSaturday , 27 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরের আলমনগরে বর্গাচাষির ক্ষেত নষ্ট, ক্ষতি প্রায় ২ লাখ টাকা — অভিযোগ আব্দুল আজিজের

Mahamudul Hasan Babu
December 27, 2025 11:25 am
Link Copied!

রাহাত শরীফ গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর মধ্যেপাড়া এলাকায় হাইস্কুল সংলগ্ন ঝিনাই নদীর পাশের ৭০ শতাংশ জমিতে চাষ করা লাউ, শসা ও ধনদোলের ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা — এমন অভিযোগ করেছেন বর্গাচাষি আব্দুল আজিজ। ঘটনাটি ঘটে ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে রাত আনুমানিক ১টার দিকে।
আব্দুল আজিজের বাড়ি পাঁচটিকড়ী এলাকায়। জমির মালিক মোঃ জুলহাস উদ্দিন। ক্ষতিগ্রস্ত চাষি জানান, জমিটি নিয়ে প্রায় ৪ বছর ধরে বিরোধ চলছে। তবে তাদের দাবি, ৫০ থেকে ৭০ বছর ধরে এ জমিতে তারা চাষাবাদ করে আসছেন।
চাষি আব্দুল আজিজ বলেন,
“জমি বর্গা নিয়ে আমি অনেক শখ করে চাষ করেছিলাম। জমি নিয়ে বিরোধ আছে—এটা আগে জানতাম না। এই চাষ সফল হলে এলাকার অনেকে উদ্বুদ্ধ হতো। কিন্তু এখন আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।”
তিনি জানান, ঘন কুয়াশাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা রাতের আঁধারে ক্ষেতের বেশিরভাগ অংশ নষ্ট করে দেয়। এতে প্রায় ২ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে দাবি তার।
এলাকাবাসী লাভলু মিয়া বলেন,
“সকালে ক্ষেত দেখতে এসে প্রথম এ দৃশ্য দেখি। এরপর বিষয়টি সবাইকে জানাই।”
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মোঃ মনিরুল ইসলামসহ এলাকাবাসী। তারা দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।