কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে ফাইট অ্যান্টি লাইট ফুল এর শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর)সকালে ফুলবাড়ী ডিগ্রী কলেজে দেড় ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয় ।পরীক্ষায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৭৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন,ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আমিনুল ইসলাম রিজু,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইয়াসিন আলী,সহকারী শিক্ষা অফিসার লিপিকা রানী,ফুলের পরিচালক আব্দুল কাদেরসহ আরো অনেকে।
ফুলের পরিচালক আব্দুল কাদের জানান,শিশুদের চিন্তাশক্তির উৎকর্ষতা প্রতিযোগিতা মূলক মনোভাব তৈরি এবং পরিবেশের সাথে খাপ খেয়ে চলার জন্য এই বৃত্তির আয়োজন।
