রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরকাঁকড়া ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে শনিবার সকাল ৮টায় যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনটি নতুন বাজার থেকে শুরু হয়ে পেশকারহাট হাইস্কুল মাঠে শেষ হয়।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে তিন শতাধিক তরুণ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সমাপ্তিতে পেশকারহাট হাইস্কুল মাঠে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চরকাঁকড়া ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় এবং ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান। তিনি বলেন,
“সুস্থ, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে যুবসমাজের শারীরিক সক্ষমতা ও নৈতিক দৃঢ়তা অপরিহার্য। খেলাধুলা ও ক্রীড়াচর্চার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখা সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও অফিস সম্পাদক গোলাম ফয়সাল, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা জামাল হোসেন। এছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলী হোসাইন সজীব, চরকাঁকড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোকাররম হোসেন, সেক্রেটারি ইউনুছ জিয়া, ঢাকাস্থ কোম্পানীগঞ্জ ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইউনুছ সুমন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবদুল মালেকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
