ঢাকাSaturday , 27 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
December 27, 2025 11:33 am
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলা জাসাসের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য আনন্দ ‌র‍্যালী ও এলাকার অসহায় ও গরীব মানুষের মধ্যে
কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় অনুষ্ঠানটি শুরু হয় উপজেলার গাজীপুর খান সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে। এরপর সন্ধ্যায় অনুষ্ঠানস্থলে প্রধান অতিথির বক্তৃতা শেষে
এলাকার অসহায় ও গরীব মানুষের মধ্যে
কম্বল বিতরণ করেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (দায়িত্বরত কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো.সেলিম ভূইয়া। অনুষ্ঠানে
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।
তিতাস উপজেলা জাসাসের আহবায়ক দেলোয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাজ্জাদ হোসেন সজীবের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ কামাল পারভেজ ডালিম,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন-তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া,সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা,সহ-সভাপতি কাজী কবির হোসেন সেন্টু, আক্তার ব্যাপারী,কুমিল্লা উত্তর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা বিএনপির নির্বাহী সদস্য তোফায়েল আহমেদ খান,কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ ও তিতাস উপজেলা মহিলা দলের সভাপতি মোসাঃ রুবি ইসলাম,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো.সামির হোসেন মোল্লা,শ্রম বিষয়ক সম্পাদক মো.মাহবুব আলম সরকার,৯ টি ইউনিয়ন বিএনপির সভাপতিদের পক্ষে বক্তব্য রাখেন- নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.জহিরুল ইসলাম বিএসসি,সাধারণ সম্পাদকদের পক্ষে বক্তব্য রাখেন- জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন খান,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক জহিরুল ইসলাম হৃদয়,তিতাস উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক নজরুল ইসলাম সরকার,উপজেলা স্বেচ্ছাসেক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া,উপজেলা কৃষকদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মেম্বার,উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ,কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবু হানিফ পাঠান,তিতাস উপজেলা ছাত্রদলের আহবায়ক ফাহিম সরকার প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ম -আহ্বায়ক জিন্নাত আলী জিন্নাহ,সাইফুল ইসলাম চন্দন,তিতাস উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.নাজমুল হাসান মুন্সি, যুগ্ম আহবায়ক মো.আল আমিন প্রধান,জিয়ারকান্দি ইউনিয়ন জাসাস নেতা মো.জিলন সরকার প্রমুখ।