এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে রঙিন ফুলকপি’র প্রদর্শনী প্লট পরিদর্শন কছেনে যুগ্ম-সচিব মোঃ সাবেত আলী।
শনিবার সকালে উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের ওকড়া গ্রামের মুনির উদ্দিন মিন্টু’র ২০ শতক জমিতে উৎপাদিত দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত রঙিন ফুলকপি’র প্রদর্শনী প্লট তিনি পরিদর্শন করেন।
এসময় প্রকল্প পরিচালক আবুরেজা মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আনিসুজ্জামান, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, কৃষক মুনির উদ্দিন মিন্টু’সহ স্থানীয় অনেক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
