রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে একতা বাজার যুব ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে পা হারানো এক অসহায় ও কর্মক্ষমতাহীন ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে একটি দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় পুঁজি ও মালামাল প্রদান করা হয়েছে।
রোববার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার একতা বাজার এলাকায় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে উপকারভোগীর হাতে দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
একতা বাজার যুব ফাউন্ডেশনের সভাপতি বলেন, সমাজের পিছিয়ে পড়া, অসহায়, দরিদ্র ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য। তিনি বলেন,“মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান অনুপ্রেরণা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, কেবল আর্থিক সহায়তা নয়, বরং টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য, যাতে উপকারভোগী ব্যক্তি সম্মানের সঙ্গে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করতে পারেন।
এসময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। তারা একতা বাজার যুব ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
