ঢাকাSunday , 28 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে একটি নির্মাণাধীন বিল্ডিং ঘরের ভিতরে থাকা খড়ের পোয়ালে অগ্নিকান্ডে তিন লক্ষাধিক টাকার ক্ষতি। থানায় অভিযোগ দায়ের।

Mahamudul Hasan Babu
December 28, 2025 10:01 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে একটি নির্মাণাধীন বিল্ডিং ঘরের ভিতরে থাকা খড়ের পোয়ালে অগ্নিকান্ডে তিন লক্ষাধিক টাকার ক্ষতির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, শনিবার ভোর ৫ টার দিকে উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা নারায়ণপুর গ্রামের মৃত আফাজ উদ্দিন এর ছেলে মোঃ মোসলেম উদ্দিন (৫৪) বসত বাড়ীর একটি নির্মাণাধীন বিল্ডিং ঘরের ভিতরে খড়ের স্তুপে কে বা কাহারা আগুন দিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এঘটনায় ভূক্তভোগী মোসলেম উদ্দিন বিরল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

তিনি তার অভিযোগে জানান, পূর্বে একই গ্রামের সাইফুল ইসলাম এর ছেলে মোঃ মোহন (২২) ও মোঃ হৃদয় (২৬), মৃত সমশের আলী এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (কাসাই) (৫০), মোঃ সিদ্দিক এর ছেলে সাব্বির (২০) ও মোঃ সিয়াম (১৮) গণের সাথে বিবাদকে কেন্দ্র করে তারা আমার স্ত্রীকে মারপিট করলে আদালতে একটি মামলা দায়ের করি। মামলার পর ওরা আমার ও আমার পরিবারের লোকজনকে ক্ষতি করার পায়তারা করছে।

গত ২৭ ডিসেম্বর-২০২৫ শনিবার ভোর সকাল ৫ টায় আমার নতুন বসত বাড়ীর ভিতরে নির্মাণাধীন বিল্ডিং ঘরের ভিতরে খড়ের স্তুপে কে বা কাহারা আগুন জ্বালিয়ে দেয়। আমি ঘটনার বিষয় শুনতে পেয়ে আমার নতুন বাড়ীতে গিয়ে দেখি আমার বাড়ীর বাইরের দরজার তালা খোলা এবং মেইন দরজার তালা খোলার জন্য এসিড দেয়া হয়েছে ও আমার বাড়ীতে থাকা ৬টি হাঁস, ১৩টি মুরগী, হাড়ি পাতিলসহ অন্যান্য জিনিসপত্রসহ মোট পনের হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এছাড়া আমার খড়ের স্তুপে আগুন ও বিল্ডিং ঘরে আগুন দিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধন করেছে। স্থানীয় লোকজনসহ আমি আগুন নেভানোর চেষ্টাকালে ফায়ার সার্ভিসের কর্মীগণ এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আমার ধারণা মামলার আসামীগণসহ আরো ০৮/১০ জন অজ্ঞাতনামা আসামী আমার খড়ের স্তুপে আগুন দিয়ে ও অনান্য মালামাল চুরি করে ক্ষতি সাধন করেছে।