Tue. Nov 26th, 2024

আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি : মানুষের মাঝে আতঙ্ক মেহেরপুরে চাঁদার দাবীতে হামলা-ভাংচুর বোমা সদৃশ্য বস্তু ও দাফনের কাপড় উদ্ধার

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়ালগ্রাম গ্রামে ডাকাতির উদ্দেশ্যে প্রায় ৫/৬ টি বাড়িতে হামলা, ভাংচুর ও বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত পৌণে ১২ টার দিকে চর গোয়ালগ্রাম সর্দার পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চরগোয়ালগ্রামের সর্দার পাড়ায় মৃত আবুল হোসেনের ছেলে সাবেক মেম্বর শহিদুল ইসলাম, মৃত সামছের আলীর ছেলে সাইদুর রহমান সাঈদ, মৃত রিয়াজউদ্দীনের ছেলে হানিফ, সহ বেশ কয়েকটি বাড়ীতে ২০/২৫ জনের ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে হামলা ও ভাংচুর চালায়। ডাকাতদল ডাকাতির চেষ্টা করলে স্থানীয়দের প্রতিরোধর মুখে বোমা বিষ্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। এছাড়াও গ্রামের সরকারি ক্লাব রুপসী বাংলা ক্লাবেও হামলা ও ভাংচুর করে। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
এব্যাপারে বাড়ির মালিক হানিফ জানান, আমার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হামলা ও ভাংচুর করে আমাদের গ্রামের লোকজনের চিৎকারে কোন মালামাল নিতে পারেনি। জনগনকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন ঘটিয়ে পালিয়ে গেছে। এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানান, বোমা বিষ্ফোরন ও ডাকাতির কোন ঘটনা ঘটেনি। খবর পেয়ে যৌথ বাহিনীর একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বোমা ও হামলা ভাংচুরের বিষয়টি নিশ্চিত করেন।
অন্যদিকে মেহেরপুরের গাংনীতে লাল কস্টেপ দিয়ে মোড়ানো ২টি বোমা সদৃশ্য বস্তু ও কাফনের কাপড় এবং হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।এর আগেও চাঁদার দাবিতে বোমা সদৃশ্য বস্তু রেখে গিয়েছিল।
আজ সোমবার সকাল ১০টার দিকে জেলার গাংনী উপজেলার চৌগাছা গ্রামের বাসিন্দা ও বস্তা ব্যবসায়ী জয়নাল আবেদীনের বাড়ির গেট থেকে এগুলো উদ্ধার করা হয়।
গাংনী থানা পুলিশের একটিদল এসব উদ্ধার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান,উদ্ধারকৃত বোমা সদৃশ্য বস্তুু দুটি বোমা কি না সেটি পরীক্ষা করার প্রক্রিয়া চলছে। কে বা কারা এগুলো রেখে গেছে তা’ সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Related Post

Leave a Reply