আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি সংবাদদাতাঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র জনতা।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বরিশাল–কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভকারীরা মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিলে বরিশাল ও ঢাকাগামী রুটের দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধা মিন্টু হাওলাদার, শিক্ষার্থী সাথি আক্তার, সমাজকর্মী বালী তাইফুর রহমান তুর্যসহ আরও অনেকে।
বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের এতদিন পর অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে—খুনিরা ভারতে পালিয়ে গেছে। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতা ও ব্যর্থতার বহিঃপ্রকাশ। তারা দাবি করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।
