ঢাকাSunday , 28 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন

Mahamudul Hasan Babu
December 28, 2025 12:42 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ সুখ্যাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী উপস্থিত থেকে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দেওয়া প্যাকেটজাত দুধ, রুটি,কলা ও সিদ্ধ ডিম বিতরণ করা হয়। দুপুরের খাবার পেয়ে ছাত্র-ছাত্রীরা মহা খুশি। ফিডিং কর্মসূচি উদ্বোধনের আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসানের সভাপতিত্বে এবং দক্ষিণ সুখ্যাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে ফিডিং কর্মসুচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. মোঃ আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইএসডিও উপজেলা এরিয়া ম্যানেজার আব্দুল আল মামুন, ইএসডিও উপজেলা ম্যানেজার হরজীবন সিংহ প্রমুখ। বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার গুলগতমান উন্নয়নে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। স্কুল ফিডিং কর্মসূচির ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পড়ালেখায় আরো মনোযোগী হবে এবং বিদ্যালয়ে আসতে আগ্রহী হবে। তিনি বলেন, পুষ্টির অভাব ও বিদ্যালয় চলাকালীন শিশুদের স্বল্পকালীন ক্ষুধা দূরীকরণেও সহায়ক ভুমিকা পালন করবে। এ কর্মসূচি শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও সহায়তা করবে। সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান জানান, আটোয়ারী উপজেলার ১১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ একযোগে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন করা হলো। এর ফলে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার বেশী হবে এবং ঝরে পড়ার হার কমবে, বিদ্যালয়ে প্রকৃত ভর্তির হার বৃদ্ধি পাবে। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথর্ী,অভিভাবক,উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, ইএসডিও’র কমর্ীবৃন্দ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।