ঢাকাMonday , 29 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

Mahamudul Hasan Babu
December 29, 2025 1:12 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আলী আজগর। তিনি বর্তমানে পাবনা জেলা জামায়াতের সহ-তরবিয়ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার দুপুর ১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, ফরিদপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাফিনুর ইসলাম, চাটমোহর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো. আবুল কালাম আজাদ এবং ভাঙ্গুড়া ইউনিয়ন জামায়াতের আমির অবসরপ্রাপ্ত অধ্যাপক হালিম মাজহার নুরসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে মাওলানা মো. আলী আজগর সাংবাদিকদের বলেন, “আমরা আশা করছি, আগামী নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। দীর্ঘ সময় পর ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হলে আমরা ইনশাআল্লাহ জয়লাভ করব।”

এ সময় জামায়াত নেতৃবৃন্দ একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা তাপস পাল সকল প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছেন।