মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ার ইসলাম । তিনি তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সহ-সভাপতি পাবনা জেলা বিএনপি । এ আসনটিতে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষি বিদ হাসান জাফির তুহিন কে মনোনয়ন দিয়েছেন।
সোমবার দুপুর ১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম( হিরা ), ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.আনিছুর রহমান লিটন, ভাঙ্গুরা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম খান,বিএনপি নেতা আহমেদ শরীফ , ইসমাইল হোসেন স্থানীয় নেতা-কর্মীরা।
ছবি ক্যাপশন: ভাঙ্গুড়া (পাবনা) সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র জমা দেন সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম।
