ঢাকাMonday , 29 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ১,আহত-৫

Mahamudul Hasan Babu
December 29, 2025 1:09 pm
Link Copied!

স্টাফরিপোর্টার মাগুরা।। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ আক্কেল আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ময়না ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেলার মাঠের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্কেল সাবেক বাড়ি আলীর সাবেক বাড়ি মাগুরার মহম্মদপুর থানার উত্তর আড়মাঝি গ্রামে।বর্তমানে তিনি বসবাস করেন মহম্দপুর উপজেলার চর-পাচুড়িয়া গ্রামে।
জানা যায়,আক্কেল আলীসহ মোট ছয়জন শ্রমিক কাজের উদ্দেশ্যে অটোভ্যানে করে বোয়ালমারী রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে বোয়ালমারী থেকে মহম্মদপুরগামী একটি পিকআপের সঙ্গে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আক্কেল আলী নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান,,
আহত পাঁচজনের মধ্যে দুইজন মৃত ব্যক্তিসহ মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।এবং বাকি তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই পিকআপের চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে যান।খবর পেয়ে বোয়ালমারী থানার এস আই মোঃ গিয়াসউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসেন।এ বিষয়ে বোয়ালমারী থানার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।