ঢাকাMonday , 29 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় শেষ দিনে জামায়াত-বি এন পি সহ বিভিন্ন দলের মনোনয়ন পত্র জমা

Mahamudul Hasan Babu
December 29, 2025 1:22 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রধান প্রতিদ্বন্দী বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেসসহ কয়েকটি রাজনৈতিক দল।
মাগুরা নির্বাচনী এলাকা ১ ও ২ আসনের নেত্রীবৃন্দ একসাথে এসে মনোনয়ন পত্র জমা দেন। প্রধান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এর নিকট তারা মনোনয়ন পত্র জমা দেন। এ সময় জেলা বিএনপির প্রার্থী ১ আসনের মনোয়ার হোসেন খান, ২ আসনের নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতের মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন, ২ আসনের প্রার্থী এমবি বাকের, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সাইদ আহম্মেদ বাচ্চু, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান,শালিখা আমীর মাওলানা আফসারআলী, সদর উপজেলা আমীর সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইনসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাসদের প্রার্থী শম্পা বসু, গণ অধিকার ফোরামের প্রর্থী খলিলুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাতা কাজী রেজাউল হোসেন মনোনয়ন পত্র জমা দেন।