এম এম এ রেজা পহেল ধর্মপাশা, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা যুবলীগের সহ সভাপতি সনদ কুমার নাশকতা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে ডেবিল হান্ট -২ মাধ্যমে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।তিনি উপজেলার চামরদানী গ্রামের মৃত করুণাময় সরকারের ছেলে এবং মধ্যনগর উপজেলা যুবলীগের সহসভাপতি।
সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছর দায়ের করা একটি নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে সনদ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। তদন্তে উক্ত ঘটনার সঙ্গে সনদ কুমারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে সনদ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
