মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর. উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সিদ্দিকুর রহমান ও গিরাগাঁও বিজিবি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইসমাইল হোসেন, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি আটোয়ারী জোনাল অফিসের এজিএম মোঃ তারিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,মোজাক্কারুল আলম, আবু জাহেদ, আবু তাহের মোঃ দুলাল,আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান প্রমুখ। এসময় মাদক, উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের কসাই পট্টির ময়লা আবর্জনা,রোগাক্রান্ত পশু জবাই, যত্রতত্রে ডিজেল ও পেট্রোলের দোকান,বোতলে জ্বালানী তেল বিক্রি , ডাংগীর হাট সরকারি কলেজ সংলগ্ন নির্মাণাধীন পাকা রাস্তায় এক অসহায় গরীব প্রতিবন্ধী ব্যক্তির একখন্ড জমির উপর অযৌক্তিকভাবে দু’টি ব্রীজ নির্মাণের বিষয় সহ আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সকল সমস্যা সমাধানসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু-সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।
