ঢাকাWednesday , 31 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মাহফিল

Mahamudul Hasan Babu
December 31, 2025 1:02 pm
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের টাউনক্লাবের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এএইচএমএম জামাল বাচ্চু,সদর থানা বিএনপির আহবায়ক মোঃ আমিনুল ইসলাম সহ জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রুহের মাগফেরাত কামনা করে এবং আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাত কামনা করে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। ব্যক্তিগত মতভেদ ভুলে সবাই এক হয়ে কাজ করলে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই আসন্ন জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে। জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া বলেন, আমাদেরকে ভেদাভেদ ভুলে গেয়ে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপির হাই কমান চাঁপাইনবাবগঞ্জ ৩ টি আসনে যাদেরকে নমিনেশন দিয়েছে। যারা নমিনেশন পেয়ে জেলা বিএনপির দায়িত্বে থাকা নেতাকর্মীদের যোগাযোগ করে না। আমাদের ছাড়ায় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে চাচ্ছে। তাই বলছি আপনারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে। এছাড়াও দায়িত্ব থাকা বিএনপির সকল নেতাকর্মী তাদের নিজ নিজ জায়গা থেকে তৃণমূল নেতাকর্মীরাকে ঐক্যবদ্ধ করলেই সংগঠনের গতিশীলতা বাড়বে এবং দল হবে সুসংগঠিত। এজন্য প্রত্যেক নেতা-কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়।
আগামী আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া উচিত। সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন।