ঢাকাWednesday , 31 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুরায় জামায়তের উদ্যাগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়বানা জানাযা ও শিবিরের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
December 31, 2025 1:31 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের (৩১ ডিসেম্বর ২০২৫) পর তার রুহের মাগফিরাত কামনায় সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আছর ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ এ গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবী জানাজায় ইমামতি করেন পাবনা ০৩ আসনের জামায়াতের মনোনিত এমপি প্রার্থী সহকারী তরবিয়াত অধ্যাপক মাও মো. আলী আজগর ইসলাম। এতে উপস্থিত ছিলেন বিএনপি জামায়াত সকল সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও স্থানীয় মুসলি ও সাধারণ জনগণ জানাজায় অংশগ্রহণ করেন।জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

স্থানীয় জামায়াত নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক অনন্য নেত্রী ছিলেন। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।ওপর দিকে খানমরিচ ইউনিয়ন শিবিরের উদ্দগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।