ঢাকাWednesday , 31 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গণঅভ্যুত্থানের পর প্রভাব বিস্তারের অভিযোগ; মহাদেবপুরে শাপলা মৃধাকে ঘিরে আতঙ্ক

Mahamudul Hasan Babu
December 31, 2025 1:27 pm
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: গত ২০২৪ এর গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় কিছু রাজনৈতিক ব্যক্তির প্রভাব বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, বিএনপির এক স্থানীয় নেতা শাপলা মৃধা ও তার সহযোগীরা বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি, ব্যবসা প্রতিষ্ঠানে বাধা সৃষ্টি এবং সম্পত্তি দখলের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

ভুক্তভোগীদের দাবি, গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও পুলিশের শীর্ষ পর্যায়ের নেতাদের নাম ভাঙিয়ে একাধিক ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা চাঁদা দিতে বাধ্য করা হয়। এক ব্যবসায়ী অভিযোগ করে জানান, তার মালিকানাধীন প্রায় ৭০ হাজার ইট জোরপূর্বক তুলে নেওয়া হয়েছে।

এছাড়াও অভিযোগ রয়েছে, পূর্ববর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ব্যবসা করাকে কেন্দ্র করে এই সুযোগে তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এলাকাবাসীর একাংশের দাবি, শাপলা মৃধাকে কেন্দ্র করে এলাকায় মাদক লেনদেনের প্রভাবও বেড়েছে। তাদের ভাষ্য, ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাদক ব্যবসার সঙ্গে শাপলা মৃধার সম্পৃক্ততার অভিযোগে ভিডিওসহ নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে এসব অভিযোগ এখনো পর্যন্ত তদন্তে প্রমাণিত হয়নি।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, শাপলা মৃধার বিরুদ্ধে এ ধরনের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে তিনি বলেন, “আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। কেউ অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে অভিযোগগুলো নিয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিতে এখনো কেউ রাজি হননি। তবে বিএনপি সূত্র জানায়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, রাজনৈতিক পরিচয় ও প্রভাব থাকায় তারা সঠিক নিরাপত্তা পাচ্ছেন না। তারা নিরপেক্ষ তদন্তের স্বার্থে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শাপলা মৃধার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অভিযোগের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।