স্টাফরিপোর্টার মাগুরা।। মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজার এলাকায় নতুন রূপে যাত্রা শুরু করেছে ‘নবগঙ্গা কফি হাউজ এন্ড রেস্টুরেন্ট’।বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে নহাটা বাজারের মৃধা মার্কেটের পেছনে খেয়াঘাটসংলগ্ন মনোরম নবগঙ্গা নদীর তীরে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করেন নহাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মোঃ ওলিয়ার রহমান, সভাপতি-নহাটা বাজার কাপড় ব্যবসায়ী মালিক সমিতি এবং মোঃ মোস্তাফিজুর রহমান (মহেব্বুল্লাহ), নবনির্বাচিত সাধারণ সম্পাদক-নহাটা বাজার বণিক সমিতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবগঙ্গা কফি হাউজ এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ মসিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন,এলাকার মানুষ ও আগত অতিথিদের জন্য এটি নতুন একটি ও মানসম্মত খাবারের ঠিকানা হয়ে উঠবে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়,সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আধুনিক পরিবেশের সমন্বয়ে নিরাপদ ও প্রশান্তিময় খাবার উপভোগের সুযোগ থাকবে এখানে।
