মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক সাংবাদিককে হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক এস এম নাহিদ হাসান মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এস এম নাহিদ হাসান আপনার ফরিদপুর থেকে দৈনিক মানবজমিনে লিখছেন এবং একই সাথে অনলাইন নিউজ পোর্টাল ডিডিএন নিউজ বিডি ডটকম-এর নির্বাহী সম্পাদক এবং দৈনিক আজকের বাংলা পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি। তিনি ভাঙ্গুড়া প্রেসক্লাবের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি সাংবাদিক নাহিদ তার গ্রামের বাড়ি উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামে পৈত্রিক জমি মাপজোখের সময় কিছু খাস জমি থাকার বিষয়টি নজরে আসে। সাংবাদিকতার দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ওই খাস জমি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তথ্য দিতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় একই গ্রামের মৃত আফসার আলী সরদারের ছেলে মোহাম্মদ টিপু সুলতান ওরফে টিপু, মো. তোফাজ্জল হোসেন ওরফে মানিক, এস এম আল আমিন ওরফে টুটুলসহ তাদের সহযোগীরা তথ্যদাতাদের ওপর চড়াও হন।
সাংবাদিক নাহিদ এ বিষয়ে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে সাংবাদিক নাহিদ শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভাঙ্গুড়া প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু বলেন, “সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। আমরা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক বলেন, “ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। আমরা আশা করি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি বলেন,
“অনলাইনে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়ভাবে সজ্জন ও পরোপকারী হিসেবে পরিচিত একাধারে শিক্ষক, সমাজকর্মী ও সাংবাদিক এস এম নাহিদ হাসানের উপরে এই হামলা ও হুমকির ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
