ঢাকাThursday , 1 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলে বই উৎসবের আমেজ

Mahamudul Hasan Babu
January 1, 2026 11:39 am
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুলে বই উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে নতুন বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় নতুন বই উৎসবের আয়োজনে এবার প্রাথমিক, মাধ্যমিক স্তরে মাধ্যমিক, কারিগরী, দাখিল ও এবতেদায়ী শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রান নিতে পেরেছেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারী) সকাল ১০টায় ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুল প্রঙ্গণে ইংরেজি নববর্ষের প্রথম দিনে দেশে সর্বস্তরে রাষ্ট্রী শোকের মধ্যদিয়ে সকল শিক্ষকবৃন্দদের মাঝে কালো ব্যাচ পরিহিত অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বই উৎসবের মধ্যদিয়ে শ্রেণির পাঠ্যবই বিতরণ করেছেন প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ। এসময় তিনি তার বক্তব্যে বলেন, নতুন বছরে, নতুন প্রজন্ম নতুন বইয়ের ঘ্রানে সকল শিক্ষার্থী এই ২০২৬ কে বরণ করে নিয়ে রঙ্গীন করে তুলবে। আশাকরি বছরের প্রথমদিনেই আমাদের কোমলমতি শিক্ষার্থীরা স্বপ্ন দেখতে পারবে। অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়, প্রতিযোগিতা নিজের সাথে, সহযোগিতা সবার সাথে। আমার শিক্ষার্থীরা সর্বদাই ভালো ফলাফল করে। আমি আশাকরি নতুন বছরে পূর্বের ন্যায় আরো ভালো ফলাফল অর্জন করবে। আমাদের শিক্ষার্থীদের জন্য শুভ কামনা।
উক্ত সময়ের উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস সহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।