আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বশান্ত একটি আসহায় পরিবার। বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন প্রবাসির মা।
অভিয়োগ সুত্রে জানা গেছে গাংনী উপজেলার হিন্দা গ্রামের খলিলুর রহমানের ছেলে আদম ব্যবসায়ী ফজলুর রহমান সৌদি আরবে ফুড ডেলিভারি ( মাইক্রোতে) পোস্টে ২বছরের কাজের নিশ্চয়তা দিয়ে আব্দুল মোত্তালেবের নিকট থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহণ করে।
৪ মাস আগে একই গ্রামের কামাল হোসেনের ছেলে মোত্তালেব হোসেনকে প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠায় ফজলুর রহমান।
সৌদি আরবে নিয়ে গিয়ে কোন কাজ না দিয়ে একটি ঘরের মধ্য আটকে রেখে মুক্তিপণ দাবি করছে আদম ব্যবসায়ী ফজলুর রহমান।
ছেলের কষ্ট দেখে কামাল হোসেন বাধ্য হয়ে তার একটি গরু বিক্রয় করে পরে আবারো এক লক্ষ টাকা দিয়েছেন। তারপরেও তার ছেলেকে কোন কাজ না দিয়ে ঘরের মধ্যে আটকে রেখে খাবার ও পানি কিছুই দিচ্ছে না।
১৫ দিন হয়ে গেল ছেলের কোন খবর না পেয়ে কামাল হোসেনের স্ত্রী ও প্রবাসি মোত্তালেব হোসেনের মা তানজিলা খাতুন বাদী হয়ে আদম ব্যবসায়ী ফজলুর রহমানের নামে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ দেয়ার এক সপ্তাহ অতিবাহিত হলেও গাংনী থানা পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে তিনি জানান,তার ছেলেকে ফেরত পেতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এব্যাপারে আদম ব্যবসায়ী ফজলুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া গেছে।
এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তম কুমার দাস জানান, অভিযোগের ব্যাপারে আমি অবগত না, আপনি যদি অভিযোগের কপি টা দেন তাহলে আমি বিষয়টা দেখবো।
