ঢাকাThursday , 1 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কর্নেল আজাদ সমর্থন গোষ্ঠীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
January 1, 2026 1:56 pm
Link Copied!

সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী, টাংগাইল থেকে:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কর্নেল আজাদ সমর্থন গোষ্ঠীর উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬:৩০ মিনিটে টাঙ্গাইলের মধুপুরে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আজাদ সমর্থন গোষ্ঠীর সাধারণ সম্পাদক আরশাফুল ইসলাম মাসুদ, আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, মাওলানা আব্দুল জলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, ফাতেহা শরিফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।
মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আজাদ সমর্থন গোষ্ঠীর নেতাকর্মীরা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। এই দোয়া মাহফিলের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করছি।