মোঃ রফিকুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃকুড়িগ্রাম জেলার সর্বশেষ প্রান্ত ভূরুঙ্গামারী হইতে রংপুর পর্যন্ত মেইল বাস সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯ টায় ভূরুঙ্গামারী বাস টার্নিনালে ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক সাবেক সংসদ সদস্য, ২৫ কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব খায়রুল আলম। সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ সভাপতি আলহাজ্ব কাজী গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তা দল বিএনপির যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মামুন ব্যাপারী,বাচ্চু, মোহাম্মদ আলী প্রমুখ।
