ঢাকাFriday , 2 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দৈনিক সরেজমিন বার্তা ও ABN TV-তে মানবিক নিউজ প্রচারের পর হাজীগঞ্জ ও বান্দেহাট এলাকায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় মানুষজন।

Mahamudul Hasan Babu
January 2, 2026 5:15 am
Link Copied!

স্টাফ রিপোর্টার( লক্ষ্মীপুর): আবু সালমান: দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত তরকারি ব্যবসায়ী মোহাম্মদ জাকিরের ছেলে তরকারি ব্যবসায়ী মোঃ সোহেল। গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সংবাদটি প্রকাশের পরপরই এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনেকে স্বেচ্ছায় অর্থসহায়তা, পরামর্শ ও নানা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার, ১ জানুয়ারি হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে প্রাথমিকভাবে ৮০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়াও,,
বান্দেহাট বাজার বণিক সমিতির পক্ষ থেকে ১৩,০০০ টাকা দান করা হয়।
মাওলানা হাফেজ আব্দুজ জাহের-এর মাধ্যমে এক প্রবাসী মানবিক সহায়তা হিসেবে ৫,০০০ টাকা প্রদান করেন।
বান্দেহাট এলাকার বাবলু নামের এক ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে ১,০০০ টাকা দান করেন।
এছাড়াও ভবিষ্যতে আরও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বান্দেহাট ও হাজীগঞ্জ এলাকার সচেতন মানুষজন। মানবিক এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সমাজে সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

মানুষের সহযোগিতায় বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত তরকারি ব্যবসায়ী সোহেল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়া গাছা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেনের ছেলে মোঃ সোহেল দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। তীব্র পেটব্যথা ও শারীরিক দুর্বলতায় দিন দিন তিনি কঙ্কালের মতো হয়ে যাচ্ছেন।
একসময় জীবিকার তাগিদে বান্দের হাট, হাজীগঞ্জ, চৌধুরী বাজার ও মৌলভীবাজার গুচ্ছগ্রামসহ বিভিন্ন হাটে সবজি বিক্রি করে সংসার চালাতেন সোহেল।
কিন্তু দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার পেছনে পরিবারের সব সহায়-সম্বল শেষ হয়ে গেছে। বর্তমানে চিকিৎসা চালিয়ে নেওয়ার মতো কোনো অর্থ তাদের হাতে নেই।

সোহেলের সংসারে রয়েছে মাত্র ছয় মাসের একটি শিশু সন্তান। অসুস্থতার কারণে তিনি সন্তানকে কোলে নেওয়া তো দূরের কথা, কাছে টানতেও পারছেন না। নিজের সন্তানের আদর-যত্ন করার স্বপ্ন নিয়েই দিন কাটছে তার। অল্প বয়সেই এমন নির্মম পরিণতি তাকে মানসিক ও শারীরিকভাবে ভেঙে দিয়েছে।
চিকিৎসার খরচ জোগাতে ব্যর্থ হয়ে এখন মানুষের দ্বারে দ্বারে সহযোগিতার জন্য আকুতি জানাচ্ছেন এই অসহায় তরকারি ব্যবসায়ী। তার বাঁচার একমাত্র আশাই এখন মানবিক মানুষের সহানুভূতি ও সহযোগিতা।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি সামর্থ্য অনুযায়ী তার চিকিৎসায় এগিয়ে আসেন, তবে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একজন মানুষের জীবন বাঁচানোর অবলম্বন।

01888504063 বিকাশ

01854-293388 বিকাশ