ঢাকাFriday , 2 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে সরিষা চাষে সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা, আশাবাদী কৃষক

Mahamudul Hasan Babu
January 2, 2026 12:37 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলায় চলতি মৌসুমে সরিষা চাষে দেখা গেছে উজ্জ্বল সম্ভাবনা। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত রোদ, রোগবালাই কম থাকা এবং উন্নত জাতের বীজ ব্যবহারের কারণে এবছর সরিষার ফলন সন্তোষজনক হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।
সবুজে ভরে উঠেছে তিতাস উপজেলার বিস্তীর্ণ মাঠ।সরজমিন গিয়ে জানা গেছে উপজেলার জগতপুর, নারান্দিয়া, ভিটিকান্দি, মাছিমপুর ও বলরামপুরসহ বিভিন্ন ইউনিয়নের জমিতে সুন্দরভাবে বেড়ে উঠছে সরিষার গাছ। অনেক জমিতে ইতোমধ্যেই এসেছে হলুদ সরিষা ফুল,এতে ভালো ফলনেরই ইঙ্গিত দিচ্ছে।

স্থানীয় কৃষকদের ভাষ্য, এবছর তাঁরা সময়মতো বীজ বপন করতে পেরেছেন। সঠিক সময়ে সার ও সেচ ব্যবস্থাপনা নিশ্চিত হওয়ায় গাছগুলো হয়েছে শক্ত ও স্বাস্থ্যবান। পাশাপাশি রোগ-পোকা-মাকড়ের আক্রমণ তুলনামূলক কম থাকায় উৎপাদন খরচও কম হচ্ছে। এবার আবহাওয়া ভালো, সার-বীজ ঠিকমতো দিতে পেরেছি। গাছে ফুল ভালো আসছে, ফলন ভালো হবে আশা করি।
তিতাস উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৪০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
তিতাস উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন বলেন—এ উপজেলায় বারি সরিষা-১৭, ১৮ ও ১৮ এবং বিনা সরিষা-৫, ৯ ও ১১ জাতের আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫–২০২৬ অর্থবছরের রাজস্ব অর্থায়নে বিভিন্ন প্রদর্শনী ও প্রকল্পের মাধ্যমে কৃষকদের সার, বীজসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই সহায়তা আরও বাড়ানো হবে।

তিনি আরও জানান, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষা চাষে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদনের আশা করছেন তাঁরা।
সরিষা চাষে প্রত্যাশিত সফলতা এলে কৃষকদের আয় বাড়বে উল্লেখযোগ্যভাবে। পাশাপাশি সরিষা কাটার পর দ্রুত বোরো ধান আবাদ করা সম্ভব হওয়ায় একই জমি থেকে দ্বিগুণ ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা—যা কৃষি অর্থনীতিতে নতুন গতি আনবে।

সব মিলিয়ে তিতাস উপজেলায় এবছর সরিষা চাষে উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা দেখছেন কৃষক ও কৃষি বিভাগ। এর ইতিবাচক প্রভাব পড়বে পুরো এলাকার কৃষি ও অর্থনীতিতে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।