ঢাকাFriday , 2 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আ স ম আব্দুর রব আজ ২ জানুয়ারি শুভ জন্মদিন

Mahamudul Hasan Babu
January 2, 2026 12:35 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর):আবু সালমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা, তিনি আ স ম আব্দুর রব। তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা এবং বাংলাদেশের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী।

আ স ম আব্দুর রব সাবেক ডাকসুর ভিপি, স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি। তাঁর পুরো নাম আবু সাঈদ মোহাম্মদ আব্দুর রব, তবে তিনি আ স ম আব্দুর রব নামেই সর্বাধিক পরিচিত।
তিনি জন্মগ্রহণ করেন ২ জানুয়ারি ১৯৪৫ সালে, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বাদাম গ্রামে। তাঁর পিতার নাম মোঃ আলী আজ্জম এবং মাতার নাম মাঝেদা খাতুন।

শিক্ষাজীবনে তিনি নোয়াখালী কল্যাণ স্কুল থেকে এসএসসি এবং চৌমুহনী কলেজ থেকে এইচএসসি (ইন্টারমিডিয়েট) পাস করেন। ১৯৬৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
রাজনৈতিক জীবনের সূচনা হয় ১৯৫৮ সালে। ১৯৭০-৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালের ২ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন, যা স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক মুহূর্ত।
তিনি পরবর্তীতে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সংগ্রাম, আদর্শ ও আপসহীন নেতৃত্বে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। দেশ ও মানুষের অধিকার আদায়ে আজীবন নিরলস লড়াইয়ে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্বাধীনতা ও গণতন্ত্রের পথে তাঁর সাহসী ও দৃঢ় ভূমিকা প্রজন্মের পর প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এই শুভ জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। মহান আল্লাহ তায়ালা তাঁকে হেফাজতে রাখুন। আপনার আদর্শই আমাদের পথচলার প্রেরণা।