মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় খান মরিচ ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন ববেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুরআন শরীফ খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।২জানুয়ারি (শুক্রবার) বাদ আসর ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন শরীফ খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো.কুরবান আলী ।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. আখিরুজ্জামান মাসুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক।দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির বিএনপির সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন, সাবেক সাংগঠনিক সাহাদাত হোসেন, ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি শাহজাহান আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন মিলন , যুবদলের সদস্য সচিব হাসেম মোল্লা, যুগ্ম আহ্বায়ক মানিক খান , যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব কাওছার সহ প্রমুখ ইউনিয়ন বিএনপি,যুবদল,সেচ্ছাসেবকদল,ওলামাদল,ছাত্রদল,কৃষকদল,শ্রমিকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।
ছবি ক্যাপশন:ভাঙ্গুড়া (পাবনা) খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল।
