সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি: অটো চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে শশীভূষন থানা অটো মালিক ও চালকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শশীভূষন বাজার সদর রোডে
এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শশীভূষন থানা বি. এনপি সাধারন সম্পাদক মোস্তফা কামাল, যুবদল নেতা মাহে আলম, শশীভূষন থানা কৃষকদল সভাপতি কামাল উদ্দিন, শশীভূষন থানা চালক দল সভাপতি আবুবকর ছিদ্দিক বন্ধুকশী, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, গত ৩০ ডিসেম্বর রাতে চরফ্যাশনের এওয়াজপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অটো ড্রাইভার আবুবকর ছিদ্দিক(বলি) কে পাশ্ববর্তী উপজেলা লালমোহনের গজারিয়ায় আসা যাওয়ার জন্য রিজার্ভ ভাড়া করে নিয়ে একদল দুর্বৃত্ত পথিমধ্যে তাকে হত্যাকরে তার চালিত অটো বোরাকটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
আমরা এই নির্মম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অটো বোরাক মালিক ও শ্রমিক সংগঠনের সকল সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
