রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় যৌতুকের দাবিতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্মম শারীরিক নির্যাতন ও জোরপূর্বক গর্ভপাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ রোকসানা বেগম (২০)বাদী হয়ে জামালপুর আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ২৫ অক্টোবর ২০২৪ তারিখে উপজেলার আমডাঙ্গা গ্রামের মিলন শেখের সঙ্গে রোকসানা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী মিলন শেখসহ শ্বশুরবাড়ির লোকজন ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে রোকসানার ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।
বাদীর অভিযোগে উল্লেখ করা হয়,এর আগে তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে কবিরাজি ওষুধ খাইয়ে গর্ভপাত করানো হয়। পরবর্তীতে পুনরায় অন্তঃসত্ত্বা হলে (দেড় মাসের গর্ভকাল) গত ১১ জুন ২০২৫ তারিখে যৌতুকের দাবিতে তাকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে স্বামী মিলন শেখ শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন এবং পেটে লাথি ও আঘাত করে আবারও গর্ভপাত ঘটানোর চেষ্টা চালান।
এতে রোকসানা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে স্বামী মোঃ মিলন শেখ,শ্বশুর হাচেন আলী,শাশুড়ি আফরোজা বেগমসহ মোট ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগীর পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
