মিজানুর রহমান মিজান : লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের ৩টি আসনের ২৭জন প্রার্থীর মধ্যে ৫জনের মনোনায়ন বাতিল ও ২জনের মনোনায়ন অপেক্ষন রেখেছে রির্টানিং কর্মকর্তা।
শনিবার নিজ কার্যালয়ে মনোনায়ন পত্র বাছাইয়ের শুনানী শেষে এ তথ্য জানান রির্টানিং অফিসার জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লালমনিরহাটের ৫টি উপজেলা ও দুইটি পৌরসভা নিয়ে ৩টি সংসদীয় আসন। এই তিন আসনে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে ২৭জন প্রার্থী মনোনায়ন পত্র জমা দেন। তাদের যাছাই বাছাই শেষে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে শুনানী গ্রহন করেন রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। জেলার ৩টি আসনের ২৭ জন প্রার্থীর মধ্যে ৫জনের মনোনায়ন বাতিল করেন। সামান্য ত্রুটি থাকায় লালমনিরহাট ৩ (সদর) আসনের এবি পার্টির ফিরোজ কবির ও লালমনিরহাট ১ আসনের লেবার পার্টির শুভ আহমেদের মনোনায়ন অপেক্ষমান রাখা হয়েছে।
শুনানীতে লালমনিরহাট ১ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী তুরস্ক প্রবাসী শিহাব আহমেদের মনোনায়ন পত্র অবৈধ ঘোষনা করে বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের দাখিল করা এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় বাতিল করা হয়। এ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম, ডা আবু সামা ও খেলাফত মজলিশের আবুল কাসেমের মনোনায়ন বাতিল করা হয়েছে। লালমনিরহাট ২ আসন থেকে আব্দুর রহমান নামের একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনায়ন বাতিল করা হয়েছে।
লালমনিরহাটের ৩টি আসনের মনোনায়ন নিয়ে ব্যাপক আলোচনায় থাকা সাবেক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির লালমনিরহাট ১ আসনের প্রার্থী মশিউর রহমান রাঙ্গার মনোনায়ন বৈধ ঘোষনা করা হয়েছে। লালমনিরহাট ২ আসনে বৈধতা পেয়েছেন জনতার দলের চেয়ারম্যান অবসর প্রাপ্ত ব্রিগ্রেডিয়ার শামীম কামাল ও লালমনিরহাট ৩ আসনের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বলেন, যাচাই বাছাই শেষে ৫টি মনোনায়ন বাতিল ও সামান্য ত্রুটির কারনে ২টি মনোনায়ন অপেক্ষমান রাখা হয়েছে। তারা দ্রুত সময়ে সমাধান করলে বৈধতা পাবেন।
