শামীম আহমেদ ভাংগুড়া (পাবনা)পাবনা ভাংগুড়া শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪ টায় সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, তার আত্মার মাগফেরাতে কামনায় খানমরিচ ইউনিয়ন চন্ডিপুর বাজার বিএনপি অফিসের সামনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভাংগুড়া উপজেলায় প্রতিটি ইউনিয়নে ৩/৪ টি করে এক যোগে অনুষ্ঠান পরিচালিত হয়।
খানমরিচ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সব সময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যস্তের সাথে চির বিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। এবং ইউনিয়নবাসীর কাছে ও সারাদেশ বাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।
এসময় বেগম খালেদা জিয়ার অতিত রাজনৈতিক ইতিহাস ও মমত্ববোধের কথা তুলে ধরতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন সাধা
