ঢাকাMonday , 5 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আল মদিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নতুন সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
January 5, 2026 9:14 am
Link Copied!

স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর):আবু সালমান: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১নং চর জব্বর রশিদ মাঝি জামে মসজিদ সংলগ্ন, রামগতি বর্ডার এলাকার আল মদিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নতুন সবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬ ইং) সকাল ১০টায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্বারী ও ইসলামিক চিন্তাবিদ ক্বারী মাওলানা আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার মডেল মাদ্রাসার শিক্ষক মাওলানা সালেহ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আল মদিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রাশিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি হানিফ মাঝি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্বারী মাওলানা আব্দুল মান্নান শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুরআন শিক্ষার গুরুত্ব, নৈতিকতা ও দ্বীনি শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অনেক নবী-রাসূল আল্লাহর কাছে নেক সন্তান লাভের জন্য দোয়া করেছেন। তাই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে মাদ্রাসাভিত্তিক দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় জরুরি। বাংলা, ইংরেজি, গণিত ও আরবি, সব বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে।

তিনি গার্ডিয়ানদের উদ্দেশ্যে আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যথাযথ সম্মান ও বেতন নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর নিতে হবে এবং অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখতে হবে। অভিভাবকদের মাদ্রাসায় এসে শিক্ষকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা সালেহ উদ্দিন বলেন, সন্তানকে শুধু দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, আখিরাতের শিক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ। দ্বীনি শিক্ষা ছাড়া পরিপূর্ণ মানুষ গড়া সম্ভব নয়।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রাশিদুল ইসলাম বলেন, আমি এখানে আসার সময় একটি টিনশেড ঘরের মসজিদ ছিল। আল্লাহ তায়ালার রহমত, আপনাদের দোয়া ও সহযোগিতায় আজ এখানে একটি পাকা মসজিদ নির্মাণ করেছি ও মাদ্রাসা নির্মাণ করেছি। ভবিষ্যতে আরও একটি মাদ্রাসা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা এলাকাবাসীর সহযোগিতায় বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে নতুন সবক শুরুর পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে দ্বীনি চেতনা ও অনুপ্রেরণা সৃষ্টি হয়।