রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বামনী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এ.এস.এম. কামাল উদ্দিনকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে অবসর গ্রহণ করেন।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হানিফ মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী সরকারি এস.এ. কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুর রহিম এবং বামনী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম।
কলেজ গভর্নিং বডির সভাপতি এ টি এম ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ মোহাম্মদ আবদুল্লাহ। শিক্ষক পরিষদের পক্ষে বক্তব্য দেন পরিষদের সেক্রেটারি বেলাল উদ্দিন এবং গণিত বিভাগের সিনিয়র প্রভাষক ছিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক শাহেদা আফরোজ ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হেলাল উদ্দিন। বক্তারা বিদায়ী অধ্যক্ষ কামাল উদ্দিনের দীর্ঘ কর্মজীবন, শিক্ষা বিস্তার এবং কলেজের প্রশাসনিক উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ৩১ আগস্ট এ.এস.এম. কামাল উদ্দিন বামনী ডিগ্রি কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি কলেজের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
