সৈয়দ সাজন আহমেদ রাজু ধনবাড়ী প্রতিনিধি;সরকারী আইন অমান্য করে দেদারছে চলছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের হারিনাতেলীতে ২ টি পয়েন্টে ভেকু দিয়ে কাটা হচ্ছে কৃষি জমির মাটি। যাচ্ছে বিভিন্ন ইটের ভাটায় শুরু হয়েছে ইট পোড়ানোর মৌসুম। সেই সমস্ত ভাটায় ইট তৈরীতে ব্যবহার হচ্ছে তিন ফসলী কৃষি জমির উর্বর মাটি। ইটের ভাটায় স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা অবাধে ৪ থেকে ৫ ফুট গভীর করে মাটি কেটে বিক্রি করছে প্রতিনিয়ত। এক জমিতে মাটি কাটায় নিচু হওয়ায় পাশের কৃষককে বেকায়দায় ফেলে সেই জমির মাটিও বিক্রি করাতে একপ্রকার বাধ্য করছে মাটি ব্যবসায়ীরা বলে অভিযোগ স্থানীয় কৃষক সহ এলাকাবাসীর।
এ মাটি শুধু দিনের বেলায় নয় রাতের বেলায় ও ভেকু দিয়ে কেটে ড্রাাম ট্রাক যোগে নিয়ে যাচ্ছে ধনবাড়ী সহ পাশের উপজেলা ঘাটাইল, সরিষাবাড়ী, মধুপুরের বিভিন্ন ইটের ভাটায়। এতে করে বিভিন্ন গ্রামীন সড়কসহ পাঁকা রাস্তার চরম ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেন সচেতন মহল।
ধনবাড়ীর বানিয়াজানের বাসিন্ধা, মোঃ স্বপন মিয়া, মোঃ দুলাল হোসেন, ও যদুনাথপুরের মোঃ আব্দুল বাতেন, মোঃ আব্দুর রশিদ, কৃষক মোঃ সোহরাব আলী ও ফজলুল হকসহ এলাকাবাসী অভিযোগ করে জানান, স্থানয়ী বিভিন্ন প্রভাবশালী ব্যাক্তিরা ক্ষমতার দাপটে কৃষি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটের ভাটায় বিক্রি করছে। এই মাটি কাটা বন্ধে দ্রুত উপজেলা ও টাঙ্গাইল জেলা প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরানের নেতৃত্বে এ মাটিকাটা বন্ধ করেন একজনকে অর্থদন্ত্র প্রদান করা হয় ওই সময়ের জন্য
মাটিকাটা বন্ধ হয় । প্রশাসন চলে যাওয়ার পর আবারও সেই মাটিকাটা চলে পুরো উদ্যমে এখনো চলছে,,,
