স্টাফ রিপোর্টার (লক্ষীপুর) আবু সালমান : রামগতি উপজেলার বিবেকে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পরীক্ষার কেন্দ্র হস্তান্তরের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিবেকে পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষার কেন্দ্র নিজ বিদ্যালয়ে বহাল রাখার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, কেন্দ্র স্থানান্তরের ফলে পরীক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তাজনিত সমস্যা সৃষ্টি হবে।
শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
