রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত দারুননাজাত মাদ্রাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক আবদুল্লাহ আল নোমান। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট বাজার শাখার সাধারণ সম্পাদক খাজা গিয়াস উদ্দিন মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানটি এককভাবে দখলের অপচেষ্টা চালাচ্ছেন।
শুক্রবার সকালে বসুরহাট বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের নভেম্বর মাসে ৯ জন অংশীদারের যৌথ উদ্যোগে দারুননাজাত মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। কিন্তু চুক্তি অনুযায়ী শেয়ারমূল্যের অর্থ পরিশোধ না করেও খাজা গিয়াস উদ্দিন মাহমুদ গোপনে মাদ্রাসার ট্রেড লাইসেন্স নিজের নামে করে নেন এবং মাদ্রাসার তহবিল থেকে এক লাখ পাঁচ হাজার টাকা অন্য এক ব্যক্তির ব্যাংক হিসাবে স্থানান্তর করেন।
তিনি আরও অভিযোগ করেন, পরিচালনা কমিটির সিদ্ধান্ত অমান্য করে নিজেকে চেয়ারম্যান দাবি করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়। এ নিয়ে বিরোধের এক পর্যায়ে সহকারী শিক্ষক নুর নবীকে শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে মারধর করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ৬ জানুয়ারি সকালে খাজা গিয়াস উদ্দিন মাহমুদ কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে প্রতিষ্ঠাতা পরিচালকসহ তিনজনকে মারধর করে জোরপূর্বক প্রতিষ্ঠান থেকে বের করে দেন। এ সময় গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।
ঘটনার পর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এটি কোনো রাজনৈতিক বিরোধ নয়; বরং একটি শিক্ষা প্রতিষ্ঠান দখলের অপচেষ্টা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন দারুননাজাত মাদ্রাসার এমডি ওয়াহিদ হোসেন রকি, পরিচালক নুর নবী, পরিচালক ওবায়দুল্লাহ হাসান, শিক্ষক কো-অর্ডিনেটর আবিদুর রহমান, অভিভাবক মিজানুর রহমান, সুমাইয়া আক্তার ও শারমিন আক্তার।
