তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলায় অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ এ দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তিনজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে তিতাস-১ (১১৬) কেন্দ্রের আওতাধীন গাজীপুর খান সরকারি মডেল বহুমূখী হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয়ে ৪০২ নম্বর কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন———
মোঃ আবু বকর, সহকারী শিক্ষক, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়;শাহাদাত হোসেন শিকদার, সহকারী শিক্ষক, গাজীপুর খান সরকারি মডেল বহুমূখী হাইস্কুল এন্ড কলেজ এবং মোঃ ইমরান হোসেন, সহকারী শিক্ষক, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়।নোটিশে উল্লেখ করা হয়, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায় পরীক্ষাকালীন সময়ে তিতাস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মোঃ শাহাদাত হোসেন (রুবেল) অনুমতি ব্যতীত ৪০২ নম্বর পরীক্ষাকক্ষে প্রবেশ করেন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত না করায় পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় ব্যাঘাত সৃষ্টি হয়। যা প্রচলিত নিয়ম অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।এমতাবস্থায় কেন সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা নোটিশ প্রাপ্তির তিন (০৩) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।উক্ত কারণ দর্শানোর নোটিশের অনুলিপি তিতাস উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে প্রেরণ করা হয়েছে।নোটিশটি প্রদান করেন
কেন্দ্র সচিব, তিতাস-০১ (১১৬) ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, গাজীপুর খান সরকারি মডেল বহুমূখী হাইস্কুল এন্ড কলেজ, তিতাস, কুমিল্লা।
