আবু জাফর বিশ্বাস , ঝালকাঠি সংবাদদাতাঃ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
ঝালকাঠি-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা ও সিভিল জজ মো. আরিফ হোসেন বৃহস্পতিবার (৮ জানুয়ারি সন্ধ্যায়) পৃথক নোটিশে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম নিয়ামুল করিম এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম (সিরাজী)-কে তাদের বক্তব্য তলব করেন।
নোটিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রার্থীকে নিজ খরচে পোস্টার, ব্যানার, ফেস্টুন, দেয়াললিখন, প্যান্ডেল ও তোরণ অপসারণের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে ওই দুই প্রার্থীর নাম ও দলীয় প্রতীক সম্বলিত পোস্টার ও ব্যানার দৃশ্যমান রয়েছে।
এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ৭ এর উপবিধি (ক) এর লঙ্ঘন বলে উল্লেখ করা হয় নোটিশে।
এ অবস্থায় কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না কিংবা কেন বিচারিক কার্যক্রম গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ১১ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে জেলা জজ আদালতের তৃতীয় তলায় রাজাপুর সিভিল জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম (সিরাজী) বলেন, “আমার কর্মীরা বিভিন্ন স্থান থেকে পোস্টার ও ব্যানার অপসারণ করছে। তবে ভুলবশত বা অগোচরে দু-একটি থেকে যেতে পারে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল করবো।”
অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম নিয়ামুল করিমের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
