ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ইলেকট্রনিক ডিভাইসসহ তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
আটককৃত পরীক্ষার্থীরা হলেন, ঠাকুরগাঁও পৌরশহরের মিলননগর এলাকার লিটন দাসের স্ত্রী জ্যোতি রানী দাস, পীরগঞ্জ উপজেলার খটশিংগা গ্রামের আইনুল হকের মেয়ে রিপা আক্তার এবং বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ভোটপাড়া গ্রামের শনিচরণ চন্দ্র রায়ের ছেলে নরদেব চন্দ্র।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পরীক্ষা চলাকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পরীক্ষায় ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ আটককৃতদের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
