ঢাকাSaturday , 10 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় শাইখুল কুরআন ইন্টারন্যাশনাল নূরানী একাডেমীর উদ্বোধন

Mahamudul Hasan Babu
January 10, 2026 7:32 am
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : প্রতিটি ছাত্র/ছাত্রীকে আধুনিক শিক্ষায় শিক্ষত ও ইসলামী দীক্ষায় দীক্ষিত করে দেশ ও জাতির সু-নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে পঞ্চগড়ের বোদায় শাইখুল কুরআন ইন্টারন্যাশনাল নূরানী একাডেমীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) সকালে বোদা পৌরসভার বাইপাস মোড়ে অবস্থিত ক্যাম্পসের উদ্বোধন করা হয়।

এছাড়াও ক্লাস উদ্বোধন এবং তৃতীয় শ্রেণির কুরআন শরীয়ের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর পরিচালক আলহাজ¦ হাফেজ মাও: ইসহাক মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলার পরিচালক আলহাজ¦ হযরত মাও: আব্দুর রশিদ, পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ¦ হযরত মাও: রফিকুল ইসলাম মহিম, জিম্মাদার আলহাজ¦ হযরত মাও: আমজাদ হুসাইন, আইটি অফিসার হাফেজ হওরত মাও: আশরাফ আলী, শাইখুল কুরআন ইন্টারন্যাশনাল নূরানী একাডেমীর প্রধান শিক্ষক মাও: মোহাম্মদ আলী, তত্ত্বাবধায়ক মো: আজিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থপনা করেন শাইখুল কুরআন ইন্টারন্যাশনাল নূরানী একাডেমীর প্রিন্সিপাল ও ূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলার পরিদর্শক ও সহকারী পরিচালক মুফতি মাহমুদুল হাসান।

বোদা উপজেলার প্রাণকেন্দ্রে অবিস্থত শাইখুল কুরআন ইন্টারন্যাশনাল নূরানী একাডেমীর আদর্শ নুরানী বিভাগ, বিশুদ্ধ নাজেরা বিভাগ, জাতীয় হিফজুল কুরআন বিভাগ ও হিফজ রিভিশন বিভাগের সমন্বয়ে আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ার সুবিধা নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।

প্রতিষ্ঠান প্রধান জানান, আমাদের এই প্রতিষ্ঠানে বেশ কয়েকটি বিভাগ নিয়ে সুশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও পরিচালনা পর্ষদ নিয়ে পরিচালিত হচ্ছে। আমরা সবোর্চ্চ সুযোগ সুবিধা দিয়ে এলাকার ইসলামিক শিক্ষার মান উন্নয়নে কাজ করবো।