ঢাকাSaturday , 10 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে শীতার্তদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

Mahamudul Hasan Babu
January 10, 2026 1:09 pm
Link Copied!

শ্রী মনোরঞ্জন চন্দ্র(রানীনগর)নওগাঁ প্রতিনিধি: কনকনে শীত ও হিমেল হাওয়া বইছে উত্তরের জেলা নওগাঁয়। জেলার রাণীনগরে অসহায় শীতার্ত মানুষদের একটু গরম কাপড়ের ছোঁয়া দিতে শীতবস্ত্র বিতরণ করেছে “আত্রাই-রাণীনগর মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন”।

শনিবার উপজেলার শফিকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনটি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের আয়োজন করেন। অনুষ্ঠানে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি এসএম আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, শফিকপুর বি.এম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রাং, শফিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

এ সময় অতিথিরা বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষরা মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন নামক সামাজিক সংগঠনের মাধ্যমে উপকৃত হচ্ছেন এটি সত্যিই মহৎ একটি উদ্যোগ। আগামীতে শুধু শীতবস্ত্রই নয় সমাজের অসহায় ও গরীব মানুষদের কল্যাণে সকল ধরনের কাজ চলমান রাখার আহ্বান জানান তারা।

সংগঠনটির সভাপতি এসএম আবু হাসান বলেন, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও গরীব মানুষদের পাশে সহযোগীতার বার্তা নিয়ে ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই অরাজনৈতিক ও সামাজিক সংগঠনটি। রক্তদান কর্মসূচির মধ্যদিয়ে সংগঠনটি তার পথচলা শুরু করে। প্রতি বছরই বিভিন্ন দুর্যোগের সময় এই অঞ্চলের অসহায় ও গরীব মানুষদের পাশে সংগঠনটি সাধ্যমতো সহযোগীতা করে আসছে। আগামীতেও এই ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে।