ঢাকাSaturday , 10 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় বাগেরহাটের জেলা প্রশাসকের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে শীতবস্ত্র বিতরণ 

Mahamudul Hasan Babu
January 10, 2026 4:34 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন শরণখোলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলার লাকুড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করেন।

১০ জানুয়ারি বাগেরহাটের জেলা প্রশাসক  বিকাল ২ টা থেকে উপজেলা আমড়াগাছিয়া হাই স্কুল, তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা মফিজুল হক কৃষি কলেজ , রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল  সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন । পরে প্রধান অতিথি জেলা প্রশাসক   উপজেলা রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসানের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা নির্বাচনী অফিসার আনসার আলী , নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌরভ মন্ডল, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সামিনুল হক, শরণখোলা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মইনুদ্দিন ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আ: মালেক রেজা ও প্রধান শিক্ষক নান্না মিয়া।  এসময় জেলা প্রশাসক বলেন সুষ্ঠু ও শান্তিপুর পূর্ণ পরিবেশে আগামী  জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব সকলের ।আমরা সবার সহযোগিতা কামনা করি। এ ছাড়া তিনি হ্যাঁ এবং না ভোটের বিষয়টি বিস্তারিত ভাবে আলোচনা করেন।