ঢাকাSaturday , 10 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

Mahamudul Hasan Babu
January 10, 2026 4:36 pm
Link Copied!

‎আবু রায়হান,​বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:‎পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে একই সঙ্গে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার মদনপুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (১০ জানুয়ারি) রাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
‎​অভিযুক্ত যুবকের নাম অনিক (২০)। সে মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে। ঘটনার পর থেকে অনিক পলাতক রয়েছে বলে জানা গেছে।
‎​ঘটনার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অনিক তার এক বান্ধবীকে নিজের বাসায় ডাকেন। ওই শিক্ষার্থী তার আরও এক সহপাঠীকে সঙ্গে নিয়ে অনিকের বাড়িতে যায়। সেখানে সুযোগ বুঝে অনিক ওই দুই বান্ধবীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত অনিক এলাকা ছেড়ে ঢাকায় পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
‎​এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, “ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় এসে অভিযোগ প্রদান করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
‎​ভুক্তভোগী পরিবারদ্বয় এই নক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।