ঢাকাThursday , 31 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Mahamudul Hasan Babu
October 31, 2024 12:26 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি:মেহেরপুরের গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর-২০২৪) ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন -২০২৪ উপলক্ষে র‌্যালি, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনেএবং গাংনী পৌরসভা এর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘ স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন হাত সর্বদা গুরুত্বপূর্ণ ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের হাত ধোয়া দিবস পালিত হয়।
র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, গাংনী পৌর সভার সচিব প্রকৌশলী শামীম রেজা, গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান , গাংনী উপজেলা আনসার ভিডিপি অফিসার সাইদুর রহমান, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য এবং সঞ্চালনা করেন,উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল।
অংশগ্রহনকারী সকলকে নিয়ে র‌্যালি উত্তর হাতধোয়া (পরিস্কার) করার নিয়মাবলী প্রদর্শন ও আলোচনা শেষে নাস্তা দেয়া হয়।