ঢাকাSunday , 11 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় শীতার্ত মানুষের পাশে রেডক্রিসেন্ট অসহায় ও দুস্থদের মাঝে ৫০০ কম্বল বিতরণ

Mahamudul Hasan Babu
January 11, 2026 10:30 am
Link Copied!

স্টাফরিপোর্টার।। মাগুরায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৫০০ পিস কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, মাগুরা ইউনিট। কাতার রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রবিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় মাগুরা শহরের সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা চত্বরে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কম্বল বিতরণ উপলক্ষে শহরের বিভিন্ন এলাকার তালিকাভুক্ত দরিদ্র ও অসহায় মানুষদের আগে থেকেই স্লিপ বিতরণের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়। সুশৃঙ্খলভাবে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে ৩০ জন যুব রেডক্রিসেন্ট সদস্য সার্বিক সহযোগিতা করেন। তারা তালিকা প্রণয়ন,স্লিপ বিতরণ ও কম্বল বিতরণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. কুতুবউদ্দিন,সাধারণ সম্পাদক মাসুদ হাসান খান কিজিল,কার্যনির্বাহী সদস্য আহম্মদ হোসেনসহ জেলা রেডক্রিসেন্টের অন্যান্য নেতৃবৃন্দ।
কম্বল পেয়ে শহরতলীর পারনান্দুয়ালীর বাসিন্দা কনিকা মজুমদার বলেন,“পৌষ মাসে শীত খুব কষ্ট দেয়। এই কম্বল পেয়ে আমি সত্যিই খুব খুশি। প্রতিবছর রেডক্রিসেন্ট গরিব মানুষের পাশে দাঁড়ায়,তাই শীত এলেই আমরা আশায় থাকি-কবে এখান থেকে একটা কম্বল পাবো। সাধারণ সম্পাদক মাসুদ হাসান খান কিজিল বলেন,
“কাতার রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এই কম্বল বিতরণ মাগুরার দুস্থ ও সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।মানবতার জয় হোক।
শীতের এই সময়ে রেডক্রিসেন্টের উদ্যোগে এমন মানবিক সহায়তা কর্মসূচি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।