ঢাকাSunday , 11 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে অসহায় রোগীদের মাঝে নেবুলাইজার বিতরণ

Mahamudul Hasan Babu
January 11, 2026 10:31 am
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : মানবসেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অসহায় ও দুস্থ রোগীদের মাঝে নেবুলাইজার মেশিন বিতরণ করেছে কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল।
Serve for Smile-এর সহযোগিতায় শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে ৬ জন অসহায় রোগীর মাঝে ৬টি নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বি.জি.এম.ই–এর সাবেক পরিচালক জনাব সাইফুল্যাহ মনছুর বলেন,
“মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও অসহায় মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথির বক্তব্যে কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ইসলামী ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং চরকাঁকড়া ইউনিয়নের সহকারী সেক্রেটারি ও সরকারি মুজিব কলেজের সাবেক শিবির সভাপতি জনাব মিজানুর রহমান বলেন,“শুধু চিকিৎসাসেবা প্রদান নয়, দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করাও আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।”

এসময় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলার সাবেক সভাপতি ও চক্ষু হাসপাতালের পরিচালক মাওলানা মনিরুল ইসলাম বকুল। তিনি বলেন,
“ইসলাম মানবসেবাকে সর্বোচ্চ ইবাদত হিসেবে গণ্য করেছে। সেই আদর্শকে সামনে রেখেই চক্ষু হাসপাতাল নিয়মিতভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেডিনোভা ও চক্ষু হাসপাতালের পরিচালক জনাব মোকাররম হোসেন। তিনি বলেন,“স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতেই আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি।”