স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর) আবু সালমান: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বাদাম রাস্তার হাটে অবস্থিত মাজহারুল উলুম আলিম মাদ্রাসায় দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১১ জানুয়ারি ২০২৬ ইং।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের এমপি পদপ্রার্থী এ আর হাফিজুল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাকোফা কারামতিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হারুনুর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হোসেন, বাংলা প্রভাষক নুরুজ্জামান, আরবি প্রভাষক মাওলানা ইসমাইল হোসেন রাশেদ, মাওলানা মাকসুদুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ সোহেল আকবর, সহকারী মৌলভী মাওলানা আতাউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এ আর হাফিজুল্লাহ বলেন,“আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তোমরা সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবে।”
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হোসেন তাঁর বক্তব্যে বলেন,“আমাদের মাদ্রাসায় শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করছে, ইনশাআল্লাহ তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদ্রাসার নিয়ম-কানুন মেনে চলবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থাকবে।”অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
