ঢাকাSunday , 11 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বেকার শীতবস্ত্র বিতরণ

Mahamudul Hasan Babu
January 11, 2026 12:07 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁয় বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) নওগাঁ ইউনিটের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এক্স ও রানিং ক্যাডেটদের মাধ্যমে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

রোববার (১১ জানুয়ারি) ২০২৬ বিকেল ৩টায় নওগাঁ শহরের পঞ্চ ভাই হোটেলের কনফারেন্স রুমে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) নওগাঁ ইউনিটের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য নূরতাজ সোমা, সহ-সভাপতি শামীমা আক্তার, যুগ্ম সম্পাদক মিশরুল হামীদ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, অর্থ সম্পাদক সজীব আহমেদ, প্রচার সম্পাদক মাহাবুব আলম শুভ, কার্যনির্বাহী সদস্য রিতু আক্তার, শারমিন আক্তার ও শিবলী সাদিক সহ সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত জরুরি। বেকা নওগাঁ ইউনিট ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কর্মসূচি শেষে সংগঠনের সদস্যরা অসহায় ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।