সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁয় বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) নওগাঁ ইউনিটের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এক্স ও রানিং ক্যাডেটদের মাধ্যমে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
রোববার (১১ জানুয়ারি) ২০২৬ বিকেল ৩টায় নওগাঁ শহরের পঞ্চ ভাই হোটেলের কনফারেন্স রুমে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) নওগাঁ ইউনিটের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য নূরতাজ সোমা, সহ-সভাপতি শামীমা আক্তার, যুগ্ম সম্পাদক মিশরুল হামীদ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, অর্থ সম্পাদক সজীব আহমেদ, প্রচার সম্পাদক মাহাবুব আলম শুভ, কার্যনির্বাহী সদস্য রিতু আক্তার, শারমিন আক্তার ও শিবলী সাদিক সহ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত জরুরি। বেকা নওগাঁ ইউনিট ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচি শেষে সংগঠনের সদস্যরা অসহায় ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
